আর্জেন্টিনার মসনদে নয়া প্রেসিডেন্টের আগমণ | BD Times365 আর্জেন্টিনার মসনদে নয়া প্রেসিডেন্টের আগমণ | BdTimes365
logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৫ ১৩:০২
আর্জেন্টিনার মসনদে নয়া প্রেসিডেন্টের আগমণ
অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার মসনদে নয়া প্রেসিডেন্টের আগমণ

প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী মঞ্চের প্রার্থী ও বুয়েনোস আয়ার্সের মেয়র মৌরিশিও মাক্রি হলেন আর্জেন্টিনার নয়া প্রেসিডেন্ট। ৯৮ শতাংশ ভোটের মধ্যে ৫১.৪ শতাংশ ভোট পেয়েছেন। সহসাই হার মেনেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেয ডি কির্চনারের মনোনীত প্রার্থী ড্যানিয়েল স্কিওলি।

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৫১.৪ শতাংশ ভোট পেয়েছেন মাক্রি এবং তার প্রতিদ্বন্দ্বি স্কিওলি পেয়েছেন ৪৮.৬ শতাংশ।

রবিবার রাতে মাক্রির ক্যাম্পেইন হেডকোয়ার্টারে সমর্থকরা আনন্দ উল্লাস করে। তাদের উদ্দেশে মাক্রি বলেন, 'সবাইকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য...। আপনাদের কারণেই আজ আমি এ অবস্থানে এসেছি। আজ একটি ঐতিহাসিক দিন।' মাক্রির নির্বাচনী প্রচার কাজের ম্যানেজার মাকোর্স পেনা প্রাথমিক ফলাফলের পর বলেন, 'আমরা ভীষণ আনন্দিত। আর্জেন্টিনায় আজ যা ঘটেছে তার জন্য আমরা খুশি।' সূত্র: বিবিসি ও সিএনএন

বিডিটাইমস৩৬৫ডটকম/জামিল