বড় পর্দায় ফিরছে ছোট বেলার “জাঙ্গল বুক” (ভিডিও)

ছোটবেলাকে আবার উসকে দিল ডিজনি-র নতুন লাইভ অ্যাকশন ভার্সন। হ্যাঁ, আবার ‘জাঙ্গল বুক’। পরিচালনায় জন ফাভেরু।
‘জঙ্গল জঙ্গল পতা চলা হ্যায়, পতা চলা হ্যায়, চাড্ডি পহনকে ফুল খিলা হ্যায়,ফুল খিলা হ্যায়’— ১৯৯০-এর দশকে শৈশব আর কৈশোর পেরিয়েছেন যাঁরা, তাঁদের মগজে এই গানটা এতটাই পাকাপাকি থানা গেড়ে রয়েছে যে, ‘জাঙ্গল বুক’ শব্দটা কোথাও উচ্চারিত হলেই স্মৃতির তলকুঠুরিতে টুংটাং শব্দে বেজে ওঠে এই গান।
সেই সময়ে ডিজনি-র অ্যানিমেশন ‘জাঙ্গল বুক’ হিন্দিতে ডাব্ড হয়ে দূরদর্শনের কৃপায় তখন ঘর-ঘর কি কহানি। অনূর্ধ্ব ১০ ছানাপোনারা সুযোগ পেলেই কেউ বাগিরা, কেউ বালু, কেউ শের খান, কেউ মোগলি সেজে তুমুল হুল্লোড়ে মেতে যেত। রুডইয়ার্ড কিপলিংয়ের নাম না-জানলেও চলত সেই খেলায়।
সেই নস্ট্যালজিয়াকে আবার উসকে দিল ডিজনি-র নতুন লাইভ অ্যাকশন ভার্সন। হ্যাঁ, আবার ‘জাঙ্গল বুক’। পরিচালনায় জন ফাভেরু। এবারে মোগলির ভূমিকায় খুদে অভিনেতা নীল শেঠি। এবারের ছবির ভয়েস কাস্টও দারুণ জাঁকালো। বাগিরা-র ভূমিকায় বেন কিংগসলে, বালু-র কণ্ঠ বিল মারে-র, শেরখানের পিছনে থাকছেন ইদ্রিশ এলবা, কা-য়ের কণ্ঠ স্কারলেট জোহানসনের এবং কিংগ লুই ক্রিস্টোফার ওয়াকেন।
মাস-চারেক আগে প্রকাশিত হয়েছিল এই ছবির ফার্স্ট লুক। সম্প্রতি প্রকাশ পেল ছবির অফিসিয়াল ট্রেলার।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম