আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০১:১১
অবসরের সম্ভাবনা নিয়ে বেশ খুশি ক্রফোর্ড
বিনোদন ডেস্ক

বয়সও তো হচ্ছে। এই মাসের ৫০-এ পা দেবেন সুপার মডেল সিন্ডি ক্রফোর্ড। এবার মডেলিং পেশা থেকে অবসর নিতে চান তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি খুব শীঘ্রই মডেলিং জগত থেকে সরে যেতে পারেন।
আর এই অবসরের সম্ভাবনা নিয়ে বেশ খুশি ক্রফোর্ড। তিনি বলেছেন, আগামী আরও ১০ বছর আমার ছবি তোলা হবে, কিন্তু আমি নিশ্চিত, মডেল হিসেবে নয়।এটা ঠিক আছে।
ক্রফোর্ড আরও বলেছেন, মডেল হিসেবে আমার কাজটা করেছি। আমি প্রথম সারির ফটোগ্রাফারদের সঙ্গে কাজ করেছি। আর আমার কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজন কী। আমি নিজেকে আর নতুন করে আবিষ্কার করতে পারছি না। আমার নিজেকে আর প্রমাণ করার নেই।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে নিজের বই ‘বিকামিং সিন্ডি ক্রফোর্ড’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মডেল পেশাকে বিদায় জানানোর একটা পথ হিসেবেই দেখছেন তিনি।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম