আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৫৪
বেশি যৌন আনন্দ দিতে বাজারে আসছে ‘সুপার থিন’ কন্ডম
বিডিটাইমস ডেস্ক

আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ করে এই অতি পাতলা (সুপার থিন) কন্ডমের প্রয়োজনীয়তা পড়ল কেন? উত্তরে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা বলছেন, এর উদ্দেশ্য একটাই— মানুষকে আরও বেশি যৌন আনন্দ দেওয়া।
ল্যাটেক্স ডেপলেমেন্টের সাহায্যে প্রস্তুত করা হচ্ছে এমনই এক অভিনব কন্ডম। অস্ট্রেলিয়ান গবেষকরা সম্প্রতি জানান এই তথ্য। কারা বলছেন, মানুষের চুলের থেকেও পাতলা হবে এই ধরনের কন্ডোম। তবে, তার জনন্য গুণগতমানের কোনও পরিবর্তন হবেনা বলে দাবি বিশেষজ্ঞদের।
ন্যানো সেলুলোজের নির্যাস দিয়ে তৈরি হবে এই ‘সুপার থিন কন্ডম’। ফলে, সাধারণ কন্ডোমের থেকেও অনেক বেশি ফ্লেক্সিবল হবে এই নতুন প্রডাক্ট। এই ধরনের কন্ডমের ব্যবহারের ফলে তা ত্বকের সঙ্গে এমনভাবেই মিশে থাকবে যাতে কন্ডম যিনি ব্যবহার করছেন বা তাঁর সঙ্গী কেউই আলাদ করে কিছু অনুভব করতে পারবেন না।
বিডিটািইমস৩৬৫.কম/আকাশ