আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৫ ১৯:২২
নিয়মিত সঙ্গমে কমে প্রস্টেট ক্যান্সারের ঝুকি!
বিডিটাইমস ডেস্ক

নিয়মিত সঙ্গম পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের সম্ভবনা অনেকটাই কমিয়ে দেয় বলে সম্প্রতি এক গবেষনায় উঠে এসেছে।
হার্বার্ড মেডিকেল স্কুলের একদল গবেষক সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রবন্ধে এ মত প্রকাশ করেন।
সাধারণত প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির সঙ্গে এই রোগের গভীর যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে প্রভাবিত হয় শুক্রাশয়ও।
গবেষণা বলছে, যে সমস্ত পুরুষরা মাসে কমপক্ষে ২১ বার সঙ্গম উপভোগ করেন, প্রস্টেট ক্যান্সারের সম্ভবনা তাদের ক্ষেত্রে প্রায় ২২ শতাংশ কমে যাবে।
যৌন সংসর্গ বা নিয়মিত ইজাকুলেশনের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা যেতে পারে বলেই মনে করছে হার্বার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা।
ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চের পরিসংখ্যান বলছে, বিগত তিন বছরে গড়ে এক বিলিয়নেরও বেশি পুরুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/পিএম/একে