আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৬ ১৯:০৮
রসের হাঁড়ি-৬
বিডিটাইমস ডেস্ক

হায়রে পরকীয়া, হেই স্বামী ভালো হবে কবে?
স্ত্রী : তুমি আমাকে কতটুকু ভালোবাসো ?
স্বামী : আমি তোমাকে অনেক ভালবাসি, কখনও তোমাকে ভুলতে পারবনা।
স্ত্রী : তুমি আমাকে কেমন ভালোবাসো একটু খুলে বলনা।
স্বামী : আচ্ছা, যেমন ধরো আমি হলাম মোবাইল আর তুমি হলে সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইল যেমন তোমায় ছাড়া আমিও তেমন।
স্ত্রী : ওয়াও! দারুন!! রোমান্টিক!!!
স্বামী: (মনে মনে) আল্লাহ বাঁচাইছে সে বুঝতে পারেনি।সে জানেনা আমি একটা চায়না মোবাইল। আর এর ভিতরে চারটা সিম ঢুকানো আছে।
হাহাহাহাহাহা………হোহোহোহোহোহো