আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৬ ১৮:১৭
রসের হাঁড়ি-৫
পল্টু একটু বেসিই সৎ!!
বিডিটাইমস ডেস্ক

পল্টুর গার্লফ্রেন্ড পল্টুকে তাদের বাড়িতে ডাকলেন। তো পল্টু তাদের দরজায় গিয়ে বেল বাজালো।
দরজা খুলল পল্টুর গার্লফ্রেন্ড এর বোন।
সেও দেখতে খুব সুন্দরী ছিল। গার্লফ্রেন্ড-এর বোন মুচকি হেসে পল্টুকে বললঃ-
‘তোমাকে আমার দারুণ লাগে।প্লিজ ভিতরে আসোনা, আজ বাড়িতে কেউ নেই’।
পল্টু একটু হেসে বাইকের কাছে ফিরে যেতে লাগলো।.
.
.
.
ঠিক তখনই পল্টুর গার্লফ্রেন্ড- এর পুরো পরিবারের লোক বাড়িতে ফিরে এলা । আর পল্টুর সততা ও ভদ্র ব্যবহার দেখে খুশি হয়ে তাদের বিয়ে পাকা করে দিল।
এদিকে পল্টু মনে মনে ভাবছে .....
.
.
এখন কি করে যে বলি,
.
.
.
.
.
আমি তো বাইকটা লক করে রাখতে যাচ্ছিলাম....!!
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে