আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৬ ২০:১৮
রসের হাঁড়ি-৩
যতই চাপাচাপি কর ডিভোর্স নিতে পারবা না……
রসের হাঁড়ি

স্বামী - স্ত্রী দুজনে কোর্টে গেছে, ডিভোর্স নেবার জন্য ।
জজ সাহেব ওদের জিজ্ঞেস করলেন - "আপনাদের তো তিনটি সন্তান, কিভাবে ওদের ভাগাভাগি করবেন - কিছু ভেবেছেন?"
অনেকক্ষণ ধরে স্ত্রীর সাথে আলোচনা করে ভদ্রলোকটি বললেন - "ঠিক আছে স্যার আমরা সামনের বছর আরো একটি সন্তান নিয়ে আবার আসছি ।" . . .
ঘটনাটি এখানেই শেষ নয় ।
কারণ পরের বছর ঐ দম্পতি যমজ সন্তানের জন্ম দেন ।