আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ২০:০৭

গার্দিওলার স্থলাভিষিক্ত হবেন আনচেলোত্তি

স্পোর্টস ডেস্ক
গার্দিওলার স্থলাভিষিক্ত হবেন আনচেলোত্তি

বায়ার্ন মিউনিখ ছাড়ছেন পেপ গার্দিওলা। চলতি মৌসুম শেষে ২০১৬’র জুনে জার্মান ক্লাবটির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ৪৪ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ কোচ।

২০১৩ সালে বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে দুটি লিগ শিরোপা আর জার্মান কাপ জেতান বার্সেলোনার সাবেক এই কোচ।

বায়ার্নের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের বড় চারটি ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি কিংবা আর্সেনালের কোচ হিসেবে দেখা যেতে পারে গার্দিওলাকে।  

অন্যদিকে গার্দিওলার জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। ২০১৬ সালের ১ জুলাই থেকে আগামী তিন বছরের জন্যে বায়ার্ন এর দায়িত্ব নিবেন তিনি।

৫৬ বছর বয়সী আনচেলত্তি এ বছর রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর আর কোনো ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন না।  

জার্মানির সংবাদপত্রকে বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেন, “২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে গার্দিওলা আমাদের ক্লাবকে যা কিছু দিয়েছে এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।”
 
আনচেলত্তির আগমণ নিয়ে রুমেনিগে বলেন, “আনেচলোত্তির মতো একজন সফল কোচকে আমরা পাচ্ছি বায়ার্নে, তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা।”

বিডিটাইমস৩৬৫ ডটকম/এসআর/একে

উপরে