এই না হলে রাজপুত্র!

সংযুক্ত আরব আমিরাতের বাদশাহ’র চাকচিক্যময় জীবন কারো কাছেই গোপন নয়। কিন্তু তার পুত্র অর্থাৎ রাজপুত্র হামদান বিন মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম-এর ইনস্ট্রাগ্রামে পোস্ট করা কিছু ছবি দেখলে আপনি একেবারে স্তব্ধ হয়ে যাবেন!
দু:খের ব্যাপার হলো, সম্প্রতি এই রাজপুত্তুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু স্বল্প জীবনেই তিনি যেভাবে তার জীবনকে উপভোগ করে গেছেন, তা দেখলে আপনার চোখে লেগে থাকবে অনেকদিন!
কি না করেছেন তার ৩৪ বছরের জীবনে! সু-উচ্চ বিল্ডিং থেকে তিনি লাফ দিয়েছেন, গভীর সমুদ্রে ডুব দিয়েছেন, সিংহের সঙ্গে খেলা করেছেন। বলা যায়, রূপকথার রাজপুত্রের মতোই তার জীবন।
শুধু তাই নয়, এশিয়ান অলিম্পিকে তিনি শ্রেষ্ঠ ঘোরসওয়ারী হয়ে স্বর্নপদকও জিতেছেন।
আরও কি কি করেছেন নিজেই একটু চোখ বুলিয়ে দেখে নিন, মৃত্যুর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা তার ছবিতে-
হাজার ফুট উপর থেকে দিয়েছেন লাফ!
চড়ে বসেছেন বিমানের উপরেই
সমুদ্রে মাছ শিকারেও ছিলো তার দারুণ নেশা!
হাতিকেও বানিয়েছেন বন্ধু
কখনো যযাবরের মতো ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত
নিয়েছেন সামরিক প্রশিক্ষণ
সন্তানের মতোই ভালোবেসেছেন নিজের পোষা সিংহকে
দুষ্টুমিতেও ছিলেন সেরা!
পোষা ইগলটাকেও ভালোবাসতেন প্রচন্ড
জল কিংবা আকাশ; সবক্ষেত্রেই তিনি স্বতস্ফুর্ত
দেশের হয়ে ওলিম্পিকে জিতেছেন সোনা!
ভালো লাগলে শেয়ার করুন, বন্ধুদের সঙ্গেও।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিডিটাইমস৩৬৫ডটকম/মাঝি