আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৬ ১৮:৩০
লাখো তরুনের হৃদয়হরণকারী সোফিয়া; থেকে যায় সবার অধরা
বিডিটাইমস ডেস্ক

ছোটবেলায় স্কুলে যেত হেলিকপ্টারে চড়ে এখন বিশ্ববিদ্যালয়ে যায় বুলেট প্রুফ রেঞ্জ রোভারে! দুর থেকে তার প্রেমে হাবুডুবু খায় লন্ডনের হাজারো তরুন। কী করবে? সাহস যে নেই কাছে যাওয়ার। ১৮ বছরের লাস্যময়ী বৃটিশ তরুণী সোফিয়ার প্রেমে পড়েনি লন্ডনে এমন ছেলে নাকি খুঁজে পাওয়াই ভার।
সোফিয়ার বাবা রোমান আব্রামোভিচ ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের মালিক। তিনি রাশিয়ার বিশিষ্ট ধনকুবের।মেয়েকে রাখেন রাজপ্রাসাদে। তাইতো লাখো তরুণের হৃদয়ের রাণী থেকে যায় সবার অধরা। রূপবতী সোফিয়ার ছবি দেখেই হয়তো কাটে তাদের দিন-রাত।
শুধু তাই নয়, রোমানের থেকে বড়লোক ইংল্যান্ডে খুঁজে পাওয়া অনেক কষ্টকর। তাই বাবার ভয়েও সোফিয়ার প্রেমে পড়ে তার কাছে যাওয়ার সাহস নেই প্রেমে পড়া তরুণদের।
বিডিটাইমস৩৬৫ডটকম/এনএ