ঠোঁটকে আর্কষণীয় করবেন যেভাবে (দেখুন ভিডিওতে)

নারীদের প্রতিদিন ব্যবহৃত মেকআপের অনুষঙ্গের মধ্যে লিপস্টিক অন্যতম। ঠোঁটকে পছন্দের রঙে রাঙাতে নানা রঙের লিপস্টিক ব্যবহার করা হয়। বর্তমান সময়ে আলোচিত একটি লিপস্টিক ট্রেন্ড হল গ্লিটার লিপস্টিক। গ্লিটার লিপস্টিকের সাথে অনেকে স্টোনও বসিয়ে থাকেন। যেকোন রঙের লিপস্টিকে গ্লিটার দিয়ে গ্লিটার লিপস্টিকে পরিবর্তন করা যায়। তবে এর মধ্যে রেড গ্লিটার লিপস্টিক বেশ জনপ্রিয়।
বিয়ের অনুষ্ঠান হোক কিংবা কোন পার্টি যেকোন অনুষ্ঠানে আপনাকে জমকালো একটি লুক এনে দেবে এই রেড গ্লিটার লিপস্টিক।
ছোট একটি ভিডিও এর মাধ্যমে দেখে নিন হট রেড গ্লিটার লিপস্টিক লাগানোর সম্পূর্ণ পদ্ধিতিটি
যা যা লাগবে:
রেড লিপ লাইনার
ম্যাট লিকুয়িড রেড লিপস্টিক
ক্লিয়ার লিপ গ্লস
গ্লিটার
চিকন তুলি
যেভাবে করবেন:
১। প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁট দুটি সুন্দর করে আঁকুন।
২। এরপর একটি চিকন তুলি দিয়ে লিপলাইনারের উপরে আঁকুন। লিপ লাইনারের চারপাশ নিখুঁত ভাবে আঁকুন।
৩। লাল লিপস্টিক দিয়ে সম্পূর্ণ ঠোঁটটি আঁকুন।
৪। এরপর লিপস্টিকের উপর লিপ গ্লস দিয়ে দিন।
৫। এখন একটি তুলিতে লাল গ্লিটার লাগিয়ে ঠোঁটের উপর চেপে চেপে বসিয়ে দিন।
৬। গ্লিটারের উপর অল্প করে ক্লিয়ার লিপ গ্লস দিন। এটি তুলি দিয়ে ব্রাশ করুন।
৭। তুলি দিয়ে গ্লিটার লিপস্টিকের সাথে সমান করে নিন।
৮। ব্যস হয়ে গেল আকর্ষণীয় রেড গ্লিটার লিপস।
বিডিটাইমস৩৬৫ডটকম/রাসেল