আপডেট : ৩০ নভেম্বর, ২০১৫ ২০:০৯

২০১৫’র সেরা ১০ বাই সাইকেল

অনলাইন ডেস্ক
২০১৫’র সেরা ১০ বাই সাইকেল

১. রেসিং বাইক: এরিও ভেলো এটা; কানাডার তৈরি

 ‘এটা’ আসলে হা্ওয়া খেতে পার্কে নিয়ে যাওয়ার মতো কোনো সাইকেল নয়।মূলত এটি ‘স্পিড মেশিন’। গত ১৮ সেপ্টেম্বরে ‘এটা’ চালিয়ে কানাডিয়ান টড রিচের্ট মানুষ চালতি বাহনের সব রেকর্ড ভেঙেছেন। ব্যাটেল মাউন্টেইনযের এক রাস্তায় তিনি ঘন্টায় সর্বোচ্চ ১৩৯.৪৫ কিলোমিটার গতিতে চালিয়েছেন বাইকটি। 

দাম: নিশ্চিত নয়।

২. ভাজ করা বাইক: হলিক্স; কানাডার তৈরি

দুই চাকা ভাজ করে একসঙ্গে রাখা যায় বাইকটির। কিছু সোজাসাপ্টা কাজ- জোড়াগুলো খোলা, লকগুলোকে সরানো, নবগুলো ঘোরানো- দাঁড়িয়ে গেলো হেলিক্স। ভাজ করা অবস্থায় বাইকটির আয়তন দাঁড়ায়- ২৩ ইঞ্চি* ২৫ ইঞ্চি* ১৯ ইঞ্চি। আর ওজন ২১ পাউন্ড।

দাম: ১,৩০০-১,৭০০ ডলার

৩. কাঠের সাইকেল: মাতিয়ো জুগোনির উবি; ইটালির তৈরি

বিশ্বে এখন চলছে কাঠের তৈরি বাইকের সময়। ‘কাস্টম মেইড’ দাম পড়বে ৭,৭০০ ডলার।

৪.  বাঁশের তৈরি বাইক: ব্যাম্বু বি; সিঙ্গাপুরে তৈরি

এই বাইকটিও সঙ্গে করে নিয়ে ঘোরা যায়। তবে সব খুলে খুলে নিয়ে। এটি আবার ভাঁজ করা যায় না। তবে বাঁশ বলে ঠুনকো ভাববেন না। বাইকি সেভাবেই বানানো হয়েছে।

দাম পড়বে ১,৪৯৯ থেকে ৩,৩৯৯ ডলার পর্যন্ত।

৫. অদিতি: অর্ধ বাইক দুই; আমেরিকার তৈরি

পুরো স্টিলের তৈরি বাইকটি চালানোর মজাই আলাদা। বসার জন্য আসনটিও দারুন আরামদায়ক। দাম পড়বে ৫৯৯ ডলার।

৬. শহরের বাইক: ফোর্ড মোডি প্রো; আমেরকিার তৈরি

শহুরে জীবনে জানজট, পারকিং সমস্যা এডিয়ে চলতে এই সাইকেলটরি জুড়ি মেলা ভার। সঙ্গে রয়েছে মালামাল পরবিহণের সুবিধাও। সম্পুর্ণ স্টিলের তৈরি বাইকটিতে একটা ব্যাটারি্ও রয়েছে। দাম অবশ্য এখনও প্রকাশ করা হয়নি।

৭. বাচ্চাদরে নিয়ে চালানোর বাইক: বক্সার রকেট; যুক্তরাজ্যের তৈরি

বাইকটি অবশ্য পুরোপুরি পায়ের শক্তিতে চলেনা। বাবা-মায়ের পায়ের ওপর চাপ কমাতে ব্যাটারি চালিত একটা মোটর্ও জুড়ে দেওয়া হয়েছে বাইকটিতে। অ্যারোনটিকালি ইঞ্জিনয়িারিংয়ের বশে কিছু আইনও মানা হয়েছে বাইকটি তৈরির সময়। রয়েছে বাচ্চা-কাচ্চা নেওয়ার ককপিটও। দাম পড়বে প্রায় ৭,৮০০ ডলার।

৮. কার্গো বাইক: ভেলভে আরমাদিলো; সুইডেনের তৈরি

এটি এখনও নিরিক্ষার পর‌্যায়ে রয়েছে। তাই প্রদর্শনী ছাড়া দাম প্রকাশ করা হয়নি। তবে কম খরচে টুক-টাক পণ্য পরিবহণে বাইকটি বেশ সমাদ্রিত হবে বলেই ধারণা করা হচ্ছে।

৯. ভেলোমোবাইল; আমেরিকার তৈরি

এটিও একটি ‘প্রোটোটাইপ’।

১০. এক্সটিক বাইক: এসপিএ বিসিসেলিতো; ইটালির তৈরি

ব্যাটারি ও প্যাডেল চালিত বাইকটির দাম ধরা হয়েছে ১১ হাজার ডলার।

 প্রতিবেদনটি বিবিসি থেকে নেওয়া

বিডিটাইমস৩৬৫ডটকম/একে/জেডজেড

উপরে