আপডেট : ২৩ নভেম্বর, ২০১৫ ২০:২২

হেডফোন যখন ফ্যাশন

যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষ যেমন নিজেকে করেছে পরিবর্তন তেমনি ফ্যাশনেও এনেছে বাহারি ঢং।যন্ত্রপাতির সঙ্গে মানুষের মেলবন্ধনটা বেশ পুরনো। এখনকার যুগে হেডফোন হয়ে উঠছে ফ্যাশন।
অনলাইন ডেস্ক
হেডফোন যখন ফ্যাশন

অনেকে গান শোনার যন্ত্র হেডফোনকে পরিবর্তন আকর্ষণীয় গহনায় রূপ দিয়েছেন ।এখন থেকে হেডফোন পাওয়া যাবে নতুন গহনা হিসেবে।

ইটালির বিখ্যাত ফ্যাশন হাউস ডোলসে অ্যান্ড গাবানা অভিনব কায়দায় হেডফোনকে গহনা করে তুলছে। অপূর্ব মুকুটের মডেলে হেডফোন ডিজাইন করেছেন তাঁরা৷ তাঁদের ডিজাইনের ছোঁয়া পেয়েই যন্ত্রও হয়ে উঠেছে গহনা৷ আপাতত লাল, সবুজ আর সোনালি রঙে তৈরি করা হয়েছে এ গহনা৷ ফ্যাশনপ্রেমী থেকে সঙ্গীতপ্রেমীদের ভালো লাগলে আরও নানা কম্বিনেশনে তৈরি করা হবে বলে জানানো হয়েছে ফ্যাশন হাউসটির তরফ থেকে। তারা আরো জানায়, আমরা সাধারণত রাস্তায় বা শপিংমলে হরহামেশাই দেখি কানে হেডফোন লাগিয়ে হেঁটে চলছে অনেকে। তাদের কথা মাথায় রেখেই এই নতুন ও অভিনব চিন্তা।

বিডিটাইমস৩৬৫ডটকম/মিঠু পাল

উপরে