আইইউবিএটি’তে ৭১তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু

রজত জয়ন্তী পালন করছে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি।
২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৭১তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ আলাদা আলাদা ভাবে ওরিয়েন্টেশন পালন করবে ২ মার্চ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার ২০১৬ তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া এবং, শিক্ষক, অফিসার, ও আই ইউবিএটি এর পরিচিতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়া। সভাপতির ভাষণে তিনি ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান এবং ছাত্র-ছাত্রীদের প্রতি দিক নির্দেশনামুলক ভাষণ প্রদান করেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভিন্ন করর্পোরেট অফিস, ব্যাংক, সরকারী অফিসের প্রধান উপস্থিত হয়ে নতুন শিক্ষার্থীদের দিক নির্দেষনামূলক বক্তব্য প্রদান করেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম