আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৭
শাবিতে আলোকচিত্র প্রদর্শনী শুরু
বিডিটাইমস ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।
প্রতিষ্ঠার দুদশক পূর্তি উপলক্ষে ‘ইনকুইস্ট ইনসাই’ শিরোনামে তিন দিনব্যাপী এ জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)।
দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো মোট তিন হাজার ৪৭৯টি ছবির মধ্যে বাছাইকৃত একক ক্যাটাগরিতে ৫৫টি এবং মোবাইল ক্যাটাগরিতে ১৮টি ছবি প্রদর্শনীতে স্থান পায়।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। শনিবার দুপুর ১২টা থেকে এ প্রদর্শনী শুরু হবে।
প্রদর্শনীর শেষ দিন রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম