পিএসসি, জেএসসি-জেডিসি ফলাফল প্রকাশ

জেএসসিতে ৯২.৩৩, পিইসিতে ৯৮.৫২শতাংশ পাস
এ বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ। আর প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীতে (পিএসসি) পাসের হার ৯৮.৫২ শতাংশ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৮.৭৪ শতাংশ, রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রামে ৯৮.৪১ শতাংশ, বরিশালে ৯৮.৩০ শতাংশ, সিলেটে ৯৬.৭৯ শতাংশ ও রংপুরে ৯৮.৫৬ শতাংশ।
প্রাথমিক-ইবতেদায়ীতে এবছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন।
ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৪.২১ শতাংশ, রাজশাহীতে ৯৭.৮৮ শতাংশ, খুলনায় ৯৬.২২ শতাংশ, চট্টগ্রামে ৯৩.৯৩ শতাংশ, বরিশালে ৯৭.৮৫ শতাংশ, সিলেটে ৯০.০১ শতাংশ ও রংপুরে ৯৭.২১ শতাংশ।
ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।
জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৫৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২.৫১ শতাংশ ও বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.২৬ শতাংশ।
এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন স্ব স্ব বোর্ডের প্রধানরা।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/এআর