আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৫ ১১:০৩
সরকারি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা চলছে
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহিত
সরকারি স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়। দুপুর একটা থেকে শুরু হবে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা।
রাজধানীর নয়টি সরকারি স্কুলের মধ্যে আটটি স্কুলের নয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণীতে ৬৫৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৮ হাজার ৩৪০টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ১২ জন শিক্ষার্থী। সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষায় ৪৫ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবে ৮৬৬ জন ভর্তিচ্ছু।
এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) এ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বিডিটাইমস৩৬৫ডটকম/এআর