আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৫ ১৮:৩২

অষ্টম জাতীয় বেতন কাঠামোর পর্যালোচনা দাবি ঢাবি শিক্ষক সমিতির

নিউজ ডেস্ক
অষ্টম জাতীয় বেতন কাঠামোর পর্যালোচনা দাবি ঢাবি শিক্ষক সমিতির

অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের পর্যালোচনা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার রাতে সমিতির সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় জানানো হয়েছে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জানানো হয়, ৬ ডিসেম্বর অর্থমন্ত্রীর বাসভবনে শিক্ষক প্রতিনিধিরা দেখা করলে তিনি অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সপ্তম জাতীয় বেতন কাঠামোর অনুরূপ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার সুস্পষ্ট আশ্বাস দিয়েছিলেন।

কোনোভাবেই সপ্তম বেতন স্কেলে বিদ্যমান সুযোগ-সুবিধা না কমানোসহ সিনিয়র সচিবদের মত সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে সুপার গ্রেডে উন্নীত করা হবে বলেও অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করা হয় বিবৃতিতে।

এসব আশ্বাস বাস্তবায়ন না হলে সৃষ্ট পরিস্থিতির জন্য শিক্ষক সমাজ দায়ী থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবদের পর্যায়ে নামিয়ে আনারও তীব্র সমালোচনাও করেছে ঢাবি শিক্ষক সমিতি।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম/একে

উপরে