আপডেট : ২৬ নভেম্বর, ২০১৬ ১৯:৫৮
নিজের মানুষ হওয়ায় খোলামেলা দৃশ্যে সমস্যা হয়নি: নওশিন
অনলাইন ডেস্ক

‘প্রথমে বলবো সিনেমায় চরিত্রে আমাকে যেভাবে চেয়েছে আমি একজন অভিনেত্রী হিসেবে সেই কাজটি করেছি। আর বলছেন খোলোমেলা দৃশ্যের কথা, সেক্ষেত্রে বলবো আমার কোনো সমস্যায় পড়তে হয়নি। কারণ স্বামী হিল্লোলকে আমি সঙ্গে পেয়েছি। আর কল্যাণ তো আমার বিশ্ববিদ্যালয় বন্ধু তাই ঝামেলা হয়নি। তবে অন্য কোনো অভিনেতা থাকলেও আমার সমস্যায় হতো না।’
একটি বেসরকারি টিভি চ্যানেল অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেত্রী নওশিন।
বলিউড কিংবা হলিউড ছবিতে হরহামেশাই নায়ক-নায়িকার অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। কিন্তু ঢালিউডে নায়ক-নায়িকার অঙ্গরঙ্গ দৃশ্য থাকা মানে সমালোচনার ঝড় উঠা। তবে সেই সমালোচনা ছাপিয়ে অভিনেত্রী নওশিন ও অভিনেতা হিল্লোল একটি দৃষ্টান্ত রাখলেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/রাসেল