বিজ্ঞাপনে তাহসান-মিম

তথ্য প্রযুক্তি নির্ভর অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছি এমন চাকরি সুসংবাদ নিয়েছে নির্মিতব্য বিজ্ঞাপন চিত্রে প্রথমবারের মতো জুটি বেধেছেন এ সময়রে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ইতিপূর্বে নাটকের সুবাদে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। তবে এবারই প্রথম একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করছেন এই জুটি। পেশা হিসেবে তথ্য প্রযুক্তির প্রতি তরুণ তরুণীদের আগ্রহী করে তোলাই এই বিজ্ঞাপন চিত্রের বিষয়বস্তু। রাজধানীর কোক স্টুডিওতে নির্মিতব্য এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামির আহমেদ। বিজ্ঞাপন প্রসঙ্গে মিম বলেন, ‘এটি ভিন্নধর্মী একটি কাজ। এই বিজ্ঞাপনচিত্রে একটি ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে চাকুরি পর্যন্ত নানা সময়ের প্রেক্ষাপট দেখানো হবে। বিজ্ঞাপন চিত্রটি পুরোপুরি প্রযুক্তিনির্ভর। সরকারি উদ্যোগে তথ্য প্রযুক্তি নির্ভর অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যার জন্য কিছু বিশেষজ্ঞ লোকবল প্রয়োজন। আর এটির জন্য আবেদনপত্র আহ্বান করে একটি ক্যাম্প বানাচ্ছেন। আর এ ক্যাম্পে আহ্বান জানানোর উদ্দেশ্যেই এ বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে।