আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৬:৪৬
বাপ্পি মিমের ‘এক মুঠো প্রেম’ নিয়ে মজে আছেন দর্শকরা
বিনোদন ডেস্ক

বাপ্পি-মিমকে ফের বড়পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা। তাঁদের আসন্ন ছবি ‘দাগ’। কিন্তু এখনও তাঁদের আগের ছবি ‘সুইটহার্ট’এর গান ‘এক মুঠো প্রেম’-এ মজে রয়েছেন দর্শকরা। হৃদয় খান ও পড়শী’র গাওয়া গানটি ইতিমধ্যেই ইউটিউবে পাঁচ লক্ষ হিট! এ গানের কথা লিখেছেন কথা লিখেছেন কবির বকুল। ছবিটি মুক্তি পেয়েছে গত ১২ ফেব্রুয়ারি।
‘সুইটহার্ট’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী এবং বিদ্যা সিনহা মিম। এ ছাড়াও রিয়াজ, দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা, উৎপল প্রভৃতির অভিনয় মন কেড়েছে দর্শকদের।