আপডেট : ৭ জানুয়ারী, ২০১৬ ১৪:১৯
মাদক ব্যবসায়ী, সঙ্গে এক লাখ ইয়াবা!
অনলাইন ডেস্ক

রাজধানীর মতিঝিল থেকে সঞ্জয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যমতে গাজীপুরের মৌচাকে তার ভাড়াবাসা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।অভিযাবে আটক ইয়াবার অনুমানিক বাজার মুল্য প্রায় আড়াই কোটি টাকা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঞ্জয়কে আটক করা হয়।সে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মামলা দায়ের করবে বলেও জানান তিনি।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে