আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১৮:৪০
টাইগারদের জন্য ভারতের ‘স্পিন ফাঁদ’!
স্পোর্টস ডেস্ক

এ আর নতুন কি? নিজেদের মাটিতে ভারত তো বরাবরই এই কাজটা করে আসছে। মানে স্পিন উইকেট। তবে কাল বাংলাদেশকে ঘায়েল করতে নাকি পুরোপুরি স্পিন ফাঁদ বানিয়ে বসে আছে ভারত।
গতকাল বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটিও হয়েছিল ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে। খেলা হয়েছিল ব্যাটিং উইকেটে। তবে আগামীকালের উইকেট ব্যাটসম্যান ও স্পিনারদের জন্য রীতিমত স্বর্গ। ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ম্যাচটি হয়েছিল এই উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের সুলেমান বেন ও স্যামুয়েল বদ্রি মিলে আট ওভার বল করে মাত্র ২৫ রান দিয়েছিলেন।
বাংলাদেশের বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও রবীদ্র জাদেজারা যাতে ঘুর্নি জাদু দেখাতে পারে তার সব আয়োজন শেষ করে রেখেছে ভারত।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাকি চেন্নাস্বামীর উইকেট নিয়ে উচ্ছ্বসিত। তামিম মুশফিক রিয়াদদের জন্যই যে এমন উইকেটই চেয়েছিলেন ভারত অধিনায়ক।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম