আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২০
আমরা কি জীবনেও বদলাব না
স্পোর্টস ডেস্ক

সম্প্রতি হবিগঞ্জে চার শিশুকে মেরে বালুচাপা দেয়ার ঘটনাটি সবাইকে নাড়া দিয়েছে। লোমহর্ষক এই ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিবেকবান মানুষ। টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, আমরা কি জীবনেও বদলাব না। এসবের শেষ কবে। আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল। শিশু নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না।
এর আগেও মুশফিকুর রহিমকে শিশু নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে। বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এশিয়া কাপ সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন এই টাইগার ক্রিকেটার।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম