তামিমের টানা অর্ধশতকে আফ্রিদির পেশাওয়ারের জয়

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় অর্ধশতক করেছেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় পেয়েছে পেশাওয়ার জালমি। ৬ ফেব্রুয়ারি শনিবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে লাহোর ক্যালান্ডার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে তামিম-আফ্রিদিরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাহোরের দেয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন টাইগার ব্যাটসম্যান তামিম।
গেইল-ব্রাভোদের ব্যর্থতার দিনে ১১৭ রানে গুটিয়ে যাওয়া পেশোয়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম-হাফিজ।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই অর্ধশতক হাকিয়েছিলেন তামিম। দলও জয় পেয়েছিলো। তামিমের সাথে পাল্লা দিয়ে সাকিবও প্রথম ম্যাচে করাচি কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা নির্বাচিত হন। সাকিবের সাথে একই দলে রয়েছেন মুশফিক। অবশ্য তিনি এখনো কোনো ম্যাচ খেলেননি।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম