আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৬
মুস্তাফিজকে ১ কোটি ৬২ লাখ টাকায় কিনে নিল হায়দ্রাবাদ
স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাটার মাস্টার মুস্তাফিজকে এক কোটি ৪০ লাখ রূপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৬২ লাখেরও কিছু বেশি। বাংলাদেশের এ বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ৫০ লাখ রূপি হলেও প্রায় তিনগুন বেশি মূল্যে কিনে নেয় হায়দ্রাবাদ।
নিলামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত আইপিএলের নবম আসরে হায়দ্রাবাদই মুস্তাফিজকে লুফে নেয়।
এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার সুযোগ পান মুস্তাফিজ। তবে ইনজুরির কারণে তাকে সেখানে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে।
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। শেষ হবে ২৯ মে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম