স্বপ্নছোঁয়া বিশ্বরেকর্ডে বাংলাদেশী যুবা মিরাজ

যুব ওয়ানডে ইতিহাসে সব সময়ের সেরা উইকেট শিকারি হয়ে গেলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেললেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমের রেকর্ড।
৭২ উইকেট নিয়ে মঙ্গলবার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন মিরাজ। নিজের তৃতীয় ওভারেই মাইকেল ফন লিনজেনকে এলবিডব্লিউ করে নাম লেখান ইমাদের পাশে।
যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট, দুটি রেকর্ডের চূড়ায়ই এখন বাংলাদেশের নাম। আগের ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে শতকের পথে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত।
ইমাদ ৭৩ উইকেট পেয়েছিলেন ৪৯ ম্যাচে। মিরাজ তাকে স্পর্শ করলেন ৫৩ ম্যাচে। ৬৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন মিরাজ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে স্পর্শ করেন দুইয়ে থাকা পিযুষ চাওলাকে।
পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে মিরাজ এককভাবে উঠে আসে দুইয়ে। তৃতীয় ম্যাচে উঠে এলেন শীর্ষে। ভারতের লেগ স্পিনার চাওলা ৭১ উইকেট নিয়ে তিন নম্বরে মাত্র ৩৭ ম্যাচ খেলেই।
উইকেট শিকারের তালিকায় চার নম্বরেও বাংলাদেশের মাহমুদুল হাসান, তিনিও মিরাজের মতো অফ স্পিনিং অলরাউন্ডার এবং দীর্ঘদিন ছিলেন যুব দলের অধিনায়ক। তার দখলে ছিল ৬৬ উইকেট। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৭ ম্যাচ খেলার রেকর্ডও মাহমুদুলেরই।
সেরা দশে বাংলাদেশের আছেন আরও দুইজন। ৪০ ম্যাচে ৫৫ উইকেট নিয়ে আটে আছেন বাঁহাতি স্পিনার ও আরেক সাবেক যুব অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচেই মিরাজের আগে একটি উইকেট নিয়ে ৩০ ম্যাচে ৫৪ উইকেটে ৯ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন গাজী।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম