আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৫ ১৯:১৫
আমির খেললে হাফিজ ও আজহার খেলবেন না
আমিরকে নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন বিতর্কের ঝড়। আমিরের পক্ষে পিসিবি আর বিপক্ষে আজহার আলী, মোহাম্মদ হাফিজ, রমিজ রাজার মতো ক্রিকেট তারকারা।
স্পোর্টস ডেস্ক

গত সপ্তাহে আফ্রিদির নেতৃত্বে ২৬ সদস্যের দলে যোগ দিয়েছেন আমির। এই ক্ষোভে জাতীয় দলের ক্যাম্পিংয়ে যাননি হাফিজ ও আজহার। তবে এ নিয়ে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন পিসিবি পরিচালক শাহরিয়ার খান।
তিনি বলেন, তারা যদি ক্যাম্পে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানের টিম ম্যানেজার আগার আকবর বলেন, আজহার ও হাফিজ ক্যাম্পে এলেও চলে যায়। রিপোর্ট করে না। পরে আজহার আলী পাকিস্তানের টিভি চ্যানেল জিও টিভিকে বলেন, যে দলে আমির থাকবে সে দলে আমরা খেলব না।
আসছে জানুয়ারিতে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। এরপর বাংলাদেশে এশিয়াকাপ ও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দলটি। এ সমস্যার দ্রুত সমাধান চায় পিসিবি।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম