আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১৮:২৬

ঢাকার তোপে চিটাগংয়ের বিদায়

অনলাইন ডেস্ক
ঢাকার তোপে চিটাগংয়ের বিদায়

এবারের বিপিএলে আর থাকা হল না চিটাগং ভাইকিংসের। ঢাকা ডায়নামাইটসের তোপে ৪৫ রানে হেরে বিদায়ের টিকেট পেল দলটি।

টসে হেরে ব্যাটিংয়ে নামেন ঢাকা। ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১২১ রান। পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েছেন কুমার সাঙ্গাকারা ও মোসাদ্দেক হোসেন। ওয়ালার শেষ দিকে করেছেন ১০ বলে ১৯। সাঙ্গাকারা-মোসাদ্দেক জুটি আর ম্যালকম ওয়ালারের ছোট্ট ঝড়েই টিকে থাকার রান পায় ঢাকা।

শুরুতে চমক ছিল ঢাকার। সবাইকে অবাক করে সৈতক আলির সঙ্গে ওপেনিংয়ে নামেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। ইয়াসির টিকতে পারেনি। চিটাগাংয়ের স্পিনার আসিফ হাসানের বলে ৯ বলে ১০ রান করে আউট হন। সৈকত আউট হয়েছেন শফিউল ইসলামের বলে।

এরপর হাফিজকে ফেরালেন আমির। ফলে বহুল প্রতীক্ষিত নাটকের অবসান ঘটল। নাটকে হেরে গেলেন হাফিজ।

নাসির হোসেন ব্যর্থ আরও একবার (১০)। এরপরই সাঙ্গাকারার সঙ্গে মোসাদ্দেকের ৫৩ বলে ৫৬ রানের জুটি। রান বাড়ানোর তাড়ায় দুজনই আউট হয়েছেন উড়িয়ে মারতে গিয়ে। ৩৬ বলে ৩৮ সাঙ্গাকারা, ২৯ বলে ২৪ মোসাদ্দেক। দুজন আউট হয়েছেন পরপর দুই বলে। শফিউলের বলে দুটি ক্যাচই নিয়েছেন উমর আকমল।

জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৯ উইকেটে ৭৬ রান করে চিটাগং। ঢাকার হয়ে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন উমর আকমলসহ ২ ওভারের মধ্যে ৪ উইকেট তুলে নেন। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন আমির, ২১ রানে তিনটি শফিউল ইসলাম।

বিডিটাইমস৩৬৫ডটকম/জামা

উপরে