আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৫ ২১:২২

সানি-সাকিব ঘূর্ণিতে পতন আফ্রিদি-মুশফিকের

স্পোর্টস ডেস্ক
সানি-সাকিব ঘূর্ণিতে পতন আফ্রিদি-মুশফিকের

এবারের বিপিএলে হারই যেন সিলেটের নিত্য সঙ্গি। আট ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ জিতেছে মুশফিক বাহিনী।

৭ ডিসেম্বরের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টারসকে ৮ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। মাত্র ৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০.১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে রংপুর। অথচ আগের দিনই বরিশাল বুলসকে মাত্র ৫৮ রানে অলআউট করে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল আফ্রিদি-মুশফিকরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে রংপুর। সাকিব আল হাসান ও আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে ৫৯ রানেই গুটিয়ে যায় সিলেট। খেলেতে পারে মাত্র ১১.৫ ওভার।

৬০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে দুই  উইকেট হারায় রংপুর। লেন্ডল সিমন্স (৫) ও সৌম্য সরকার (১১) দু’জনকেই সাজঘরে ফেরান রংপুর রাইডার্সের পেসার মোহাম্মদ শহীদ। এরপর ৩৮ রানের পার্টনারশিপে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান  ও জহুরুল ইসলাম।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২০ রান  করেন সোহেল তানভীর। আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।

রংপুরের হয়ে আরাফাত সানি চারটি উইকেট দখল করেন। দু’টি উইকেট নেন সাকিব।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডজেড

উপরে