আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১৬:০১

তিন মোড়লের সমালোচনায় মুখর শশাঙ্ক

অনলাইন ডেস্ক
তিন মোড়লের সমালোচনায় মুখর শশাঙ্ক

বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের সমালোচনায় মুখর হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। ‘বিগ থ্রী’ প্রত্যাবর্তনের গুঞ্জনে ক্ষেপেছেন তিনি।  

শশাঙ্ক মনোহার বলেন, “ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া- এই তিন পরাশক্তি ক্রিকেটের বড় পদ ও লভ্যাংশের বড় ভাগ হাতিয়ে নেবে এ ব্যাপারে আমি সহমত নই। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ, আমি সব সময়ই বলে আসছি, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান অনেক বড়।”

আইসিসিরি গঠনতন্ত্রকে কটাক্ষ করে তিনি বলেন, “আইসিসির সদস্য দেশের মধ্য হতে কে শীর্ষ পদগুলোতে বসবে সেটি আপনি আগ থেকেই ঠিক করে রাখতে পারেন না।”

আইসিসিরি বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, বড় বড় পদগুলোতে বয়ংক্রিয়ভাবে ওই তিন দেশের প্রতিনিধিরাই বসবেন।

শশাঙ্ক বলেন, “সুতরাং, সব ধরনের অর্থনৈতিক, বাণিজ্যিক বিষয়গুলো এবং নির্বাহী কমিটির কাজগুলো এই তিন দেশ দ্বারাই নিয়ন্ত্রিত হবে- যেটি আমার মতে সঠিক নয়।”

মনোহার গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির সাবেক চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জায়গায় নিজের অবস্থান পরিষ্কার করেন। এর আগে শ্রীনিবাসনই বিগ থ্রীর মূল হোতা ছিলেন।

সম্প্রতি ‘বিতর্কিত’শ্রীনিকে সরিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। আগামী বছরের জুলাই পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম/একে ০৩.৪৭ ঘ.

 

উপরে