আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৯
মারধরের কবলে পড়ে মধুমিতায় ঝাপ, যুবকের মৃতদেহ উদ্ধার
বিডিটাইমস ডেস্ক

প্রতিপক্ষের মারধরের কবলে পড়ে মধুমিতা নদীতে ঝাপ দেয় মনির বিশ্বাস(১৮) নামের এক যুবক। নিখোঁজের দুইদিন পর এই যুবকের মৃতদেহ ভাসে নদীর বুকে।
মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
মনির খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, গত রোববার চর সরশপুর গ্রামে আত্মীয় আরোজ শেখের বাড়িতে বেড়াতে আসেন মনির। ওইদিন গ্রামের একটি দোকানের মালিকানা নিয়ে আরোজ শেখ ও তার ভগ্নিপতি খোকা শেখের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
ওই সময় মনিরকে সেখানে পেয়ে খোকা শেখের লোকজন মারধর করলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
মঙ্গলবার দুপুরে স্থানীরা তার লাশ নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম