আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১১
বাঙালি হত্যার প্রতিবাদে চলছে সড়ক অবরোধ
বিডিটাইমস ডেস্ক

মোটরসাইকেল চালক আজিজুল হক শান্ত হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।
এ কর্মসূচির কারণে জেলা থেকে কোনো বাস অথবা ট্রাক ছেড়ে যায়নি। পুলিশি নিরাপত্তায় সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করে। অবরোধ সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন পরিষদ নেতারা।
পুলিশ বলছে, এই অবরোধের কোনো মানে হয় না। কারণ হত্যার অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে