শরীয়তপুরে জেলাভিত্তিক ইজতেমায় একজনের মৃত্যু

শরীয়তপুরে জেলাভিত্তিক ইজতেমা ময়দানে আজিজুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে পড়েন আজিজুর। আজ শুক্রবার সকালে তাঁর সাথীরা তাঁকে মৃত দেখতে পান। আজিজুর রহমান বগুড়া জেলার কাহুনা থানার মাদব মাখা গ্রামের বাসিন্দা।
ইজতেমা ময়দানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক এসআই জানান, বৃহস্পতিবার রাতে বয়ান শুনে সাথীদের সঙ্গে ইজতেমা ময়দানে ঘুমিয়ে পড়েন আজিজুর রহমান। সকালে ঘুম থেকে না ওঠায় সাথীরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে প্রথমবারের মতো শরীয়পুরের কীর্তিনাশা নদীর তীরে জেলা শহরের রাজগঞ্জে বৃহস্পতিবার বাদ জোহর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। আগামীকাল শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শরীয়তপুরের এ জেলাভিত্তিক ইজতেমা।