আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৪৮
মাছের ঘেরে মালিকের গলাকাটা লাশ
বিডিটাইমস ডেস্ক

নিজের তৈরি মাছের ঘেরেই প্রাণ গেলো মালিকের। বাগেরহাটের চিতলমারীতে মাছের ঘের থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চিতলমারী থানার ওসি রেজাউল করিম জানান, সকালে মাছের ঘেরে তার লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা খবর দেয়। পুলিশ লাশ উত্তোলন করে সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। সত্যরঞ্জন মল্লিক (৫৫) ওই এলাকার প্রয়াত অনন্ত মল্লিকের ছেলে।
তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম