আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৬ ১১:২০
ঘাতক বাসের মরনফাঁদে প্রাণ হারালো চারজন
বিডিটাইমস ডেস্ক

খুলনা নগরীতে শনিবার সন্ধ্যায় ‘জিরো পয়েন্ট’ এলাকায় একটি যাত্রীবাহী বাস (পাবনা-ব ৫৪১) উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় আহত আরো দুজনের।
নিহতের মধ্যে একজন রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪)। নিহত বাকি তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানায়, নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাগেরহাটগামী বাসটি জিরো পয়েন্টে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
যাত্রীদের মধ্যে আহত আরো ১৩ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে হরিণটানা থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম