আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৫ ১২:৪৬
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত
অনলাইন ডেস্ক

বাগেরহাটের সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই বনদস্যু নিহত হয়েছেন।
র্যাব বলছে, নিহতরা সুন্দরবনের বনদস্যু দল ‘আকাশবাবু বাহিনীর’ প্রধান আকাশ ওরফে কাশেম এবং তার ‘ডান হাত’ ফরিদ ওরফে মাইজে।
সোমবার সকাল সোয়া ৭টার পর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুল বুনিয়া খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির গণমাদ্যমকে জানান।
ঘটনাস্থল থেকে ১৭টি অস্ত্র ও ৪৫০টি গুলি উদ্ধার করার কথাও বলেছেন তিনি।
বিডিটাইমস৩৬৫ ডটকম/একে