আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১০:৩৮

বাংলাদেশীর রক্তে আবারও রক্তাক্ত সীমান্ত

অনলাইন ডেস্ক
বাংলাদেশীর রক্তে আবারও রক্তাক্ত সীমান্ত

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (২৬ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির অধীনস্থ কেড়াগাছি সীমান্তরে বিপরীতে ভারতের তারালি এলাকা এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান বলেন, লোকমুখে ঘটনাটি শুনে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে।

নিহত দুজন হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার লোকমান সরদারের ছেলে আব্দুল খালেক ও সদর উপজেলার পাচরখী গ্রামের শেখ আলীর ছেলে নজরুল।

স্থানীয়রা জানায়, মরদেহ ‍দুটি এখনও সীমান্তের ওপারেই রয়েছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর

উপরে