আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৩:২৯
লক্ষ্মীপুরের রায়পুরসড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত সোহেল উপজেলার উদমারা গ্রামের মো. খোকনের ছেলে।
ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোরে রায়পুর-বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের উদমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই অটোরিকশার সামনে মারা যায় সোহেল। এ সময় অটোরিকশার চালক কাউছার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়।
বিডিটাইমস৩৬৫ডটকম/বুলা