চাঁদাবাজির সময় র্যাব সদস্যসহ আটক ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চাঁদাবাজির সময় এক র্যাব সদস্য এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার দুপুরে র্যাব সদস্য হুমায়ুন কবিরসহ সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আটক হুমায়ুন র্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত।
তার সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪) ।
র্যাব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেপ্তার করা হয়। হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। আজকে এক লাখ টাকা বুঝে নেওয়ার কথা ছিল।
ঘটনাটি জেনে র্যাব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেপ্তারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১১ অধিনায়ক।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম