আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৩
রৌমারীতে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের রৌমারীতে শফি আহমেদ নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার ফুলকারচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমে ব্যর্থ হওয়ার পর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় শফি। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরে সবার অজান্তে কীটনাশক পান করে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যায় সে। রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায়
একটা অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।