আপডেট : ৮ জানুয়ারী, ২০১৬ ১৬:২৯
শীতের চাদরই কাল হল ছাদিয়া’র
বিডিটাইমস ডেস্ক

পিরোজপুরে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ছাদিয়া (৩৮) নামে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছাদিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীরামকাঠী এলাকা থেকে পিরোজপুর আসার পথে দূর্গাপুর এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই যাত্রী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে