আপডেট : ২০ জানুয়ারী, ২০১৬ ১৬:৫৩
পর্যটন খাতে বছরে ৬২ হাজার কোটি টাকার বেশি আয় সম্ভব
বিডিটাইমস ডেস্ক

বাংলাদেশে প্রতিবছর পর্যটন খাত থেকে আট বিলিয়ন ডলার বা ৬২ হাজার ৪২৫ কোটি টাকার বেশি আয় করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বুধবার দুপুরে রাজধনীর ওয়েস্টিন হোটেলে দুই দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিসার্চ কনফারেন্স-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৪ সালে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ছিলো আট বিলিয়ন ডলার, প্রতিবছর এ খাত থেকে আরও বেশি আয় করা সম্ভব।মেডিকেল ট্যুরিজম, হিস্ট্রিরিক্যাল ট্যুরিজমসহ এ দেশে বিভিন্ন ট্যুরিজমের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন ইকবাল সোবহান।
অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নাগরিকদের বাংলাদেশের পর্যটনস্থানগুলো ঘুরে দেখার আহ্বানও জানান তিনি।
বিডিটাইমস৩৬৫.কম/আরকে