আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৯

ডিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে

বিডিটাইমস ডেস্ক
ডিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে ৯৮টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৫৬টি কোম্পানি শেয়ারের।

এছাড়াও ডিএসইতে ৩ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৯৩২টি শেয়ার ৫১ হাজার ৫৩০ বার হাত বদল হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ২ ঘণ্টায় ১৭৬ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

রোববার সকাল থেকে লেনদেন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল ।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৮.৩২ তে অবস্থান করছে। এছাড়া কিছুটা বেড়েছে ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকও ।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম/একে

উপরে