নিজ দেশেই মরতে চান ‘আমির’

ভারতে জন্ম নিয়েছেন ভারতেই মরতে চান বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা আমির খান। অসহিষ্ণুতা প্রশ্নে তার বক্তব্য বেশ কয়েকটি গণমাধ্যম অপব্যাখ্যা করেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খান বলেন, ‘আমি কখনও বলিনি যে ভারত অসহিষ্ণু বা দেশ ছেড়ে চলে যেতে চাই। আমি জানি, আমার মন্তব্যে অনেকেই আঘাত পেয়েছেন। কিন্তু আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল এবং তার জন্য দায়ী কয়েকটি সংবাদসংস্থা। আমি এ দেশে জন্মেছি, এ দেশেই মরতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমার অভিনীত ছবিগুলি দেখলে যে কেউ বুঝতে পারবেন যে, আমি বরাবর দেশ গঠনে সাহায্য করতে চেয়েছি। ভারত বহু ভাষাভাষী এবং সংস্কৃতির দেশ। অন্য কোনও দেশে এত বৈচিত্র নেই। দু’সপ্তাহের বেশি দেশ ছেড়ে থাকতে পারি না।’
তিনি আফসোস করে বলেন, ‘এরপরও লোকে আমাকে ভুল বুঝেছেন।’
এদিকে, বলিউডের আরেক নায়ক অক্ষয় কুমার আমিরকে সরাসরি আক্রমণ করেন। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতিটি দেশেই বিভিন্ন সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটে। তা বলে এ ধরনের চরম মন্তব্য করা অনুচিত।’
বিজেপি’র ‘ঘনিষ্ঠ’ অক্ষয়ের মতে, দেশে অনেক ভাল কিছুও ঘটছে। কিন্তু তা নিয়ে কেউ মন্তব্য করেন না। তার কথায়, ‘খারাপ জিনিস খুঁচিয়ে বার করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যা দুর্ভাগ্যজনক। অবশ্য সকলেরই মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।’
বলিউডের আরেক প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিন্হাও অক্ষয়কেই কার্যত সমর্থন করেছেন।
তিনি বলেন, ‘বলিউডের অনেক অভিনেতাই সম্প্রতি অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছেন। কিন্তু তা ছেলেমানুষি ছাড়া আর কিছুই নয়।’
উল্লেখ্য, আমির গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন, দেশে অসহিষ্ণুতার আবহে তার স্ত্রী কিরণ আতঙ্কিত। এমনকী, তিনি (কিরণ) জানতে চেয়েছিলেন, দেশ ছেড়ে চলে যাওয়া উচিত কি না!
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে