লিভ টুগেদার করছেন আলিয়া-সিদ্ধার্থ!

বলিউডের দুই তরুণ মুখ আলিয়া-সিদ্ধার্থ। বলিউড পাড়ায় তাদের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়।
তবে এই হট হিরো-হিরোইন কে নিয়ে নতুন আরেক গুঞ্জন শুরু হয়েছে বলিউড পাড়ায়।লিভ টুগেদার করছেন আলিয়া-সিদ্ধার্থ।
বলা হয়ে থাকে, যা রটে তার কিছুটাও বটে।এ গুঞ্জনের পক্ষে যুক্তিও কম নয় আলোচনাকারীদের।
শুটিংয়ের বাইরে প্রায় সব সময়ই সিদ্ধার্থের ফ্ল্যাটে থাকছেন আলিয়া। শপিং হোক বা ডিনার মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় দু’জনকে প্রায়ই এক সঙ্গে দেখা যাচ্ছে।
কয়েক মাস আগে আলিয়ার ওপর রেগে ছিলেন শাহিদ কাপুর।কারণ হিসাবে জানা গেছে, আলিয়াকে ফোনে কখনওই নাকি যোগাযোগ করা যাচ্ছিল না।
যখনই ফোন করা হচ্ছে তখনই তা ব্যস্ত। বার বার ফোনে না পেয়ে রেগেই গিয়েছিলেন শাহিদ। কিন্তু যখনই তিনি জানতে পারেন যে সিদ্ধার্থর সঙ্গেই কথা বলছিলেন নায়িকা, তখন আর তাঁর ওপর রেগে থাকতে পারেননি।
বরং প্রশ্রয়ের হাসি হেসে সাংবাদিকদের জানিয়েছিলেন, আলিয়া এখন ‘সিড মার্কেটিং’-এ ব্যস্ত।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে