কঙ্গনার সাফ জবাব

রাজকুমার হিরানির ‘দত্ত’ ছবিটি অভিনেতা সঞ্জয় দত্তের একটি বায়োপিক।ছবিটি সঞ্জয়ের বহুবর্ণিল জীবনের একটি বিশেষ অংশকে নিয়ে নির্মিত।ছবিতে মুখ্য নারী-চরিত্র একাধিক।
এই চরিত্রগুলির একটিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। আর একটি চরিত্রে কঙ্গনাকে দেখা যাবে, এমেন গুজব রটে মিডিয়া পাড়ায়।
সেই গুজবের অবসান ঘটালেন কঙ্গনা স্বয়ং।
“এই ছবির জন্য তার কাছে কোনও অফারই আসেনি।অতএব ওই চরিত্রে অভিনয় করার প্রশ্নই আসেনা”। এসময় তিনি বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন বলে জানান।
তবে রাজকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন এমন প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, “হিরানির পরিচালনায় এক বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম।সেই সুবাদে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম”।
তবে জল্পনা ব্যর্থ হওয়ার পরে মান্যতার ভূমিকায় কে আসছেন এমন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না গুজবকারীরা।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে