‘ডার্লিং, আমিও তোমাকে নিয়ে এমনটাই ভাবি’

‘স্টার গিল্ড অ্যাওয়ার্ডস ২০১৫’ অনুষ্ঠানে সানি লিওনের পাশে দাড়িয়ে ছবি তুলতে চাননি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিঙ্কার দাবি সানি লিওনকে ঔ দিন তার থেকেও বেশি সুন্দর লাগছিলো।
এ নিয়ে প্রিয়াঙ্কার টুইট করেন, “সানিকে ওইদিন দুর্দান্ত লাগছিল, ওর পাশে নিজেকে খারাপ লাগবে বলেই মনে হয়েছিল।”
এর জবাবে সানিও টুইটারে জানিয়েছেন, “ডার্লিং, আমিও তোমাকে নিয়ে এমনটাই ভাবি।”
তাদের এই ছবি তোলা-না তোলার মজা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মসলাদার খবর প্রকাশিত হয়েছে। যেখানে শিরোনামগুলো ছিলো এমন, ‘সানির সাথে ছবি তুলতে আপত্তি প্রিয়াঙ্কার’।
মিডিয়ার এমন খবর প্রচারে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা ও সানি। নিতান্তই মজা করে ওই কথা বলেছিলেন প্রিয়াঙ্কা।
দিন কয়েক আগে ‘গিল্ড অ্যাওয়ার্ডস ২০১৫’-এর রেড কার্পেটে চলছিল ফটো সেশন। সেখানে অন্যদের সঙ্গে গল্প করছিলেন প্রিয়াঙ্কা। সে সময়ই প্রিয়াঙ্কার পাশে চলে আসেন সানি।
ফটোগ্রাফাররা প্রিয়াঙ্কা ও সানিকে পোজ দেওয়ার অনুরোধ জানান। ওই সময়ই প্রিয়ঙ্কা বলেন, ‘‘আরে, ওর সঙ্গে ছবি তুলো না!’’ এ কথা বলেই হেসে ফেলেন প্রিয়াঙ্কা এবং সানিকে পাশে নিয়ে ফটোগ্রাফারদের সামনে দাঁড়ান।
বিডিটাইমস৩৬৫ডটকম/এআর/একে