ক্যান্সারকে জয় করে ফিরলেন মণীষা

ক্যান্সারকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে আবারো অভিনয়ে ফিরলেন মণীষা কৈরালা। এবার তামিল থ্রিলার সিনেমা “ওরু মেলিয়া কোডু” তে অভিনয় দিয়েই পর্দায় আসছেন তিনি।
সব ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে পরিচালক এএমআর রমেশ পরিচালিত “ওরু মেলিয়া কোডু”।
এই সিনেমার কাহিনী শোনার পর স্থির থাকতে পারেননি মণীষা। কাহিনী শোনার পরেই স্থির করে ফেলেন, এই সিনেমার অভিনয় দিয়েই প্রত্যাবর্তন ঘটবে তাঁর। তাই রাজকুমার সন্তোষীর সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন।
রমেশকে জানিয়েছেন, তাঁর সিনেমাতেই আগে অভিনয় করবেন মণীষা। এবং নেমেও পড়েছেন ছবির শ্যুটিংয়ে।
আর মণীষার এমন সিদ্ধান্তে দারুণ খুশি রমেশ। তিনি বলেন, ‘‘রাজকুমার সন্তোষীর ছবি দিয়েই প্রত্যাবর্তন ঘটত মণীষার। কিন্তু আমার ছবির কাহিনী শোনার পরেই মণীষা স্থির করে ফেলেন, এই ছবিতেই আগে নামবেন।’’
একটি খুনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটি।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর